ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রনি

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১০:৩৯

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আগামী ৮ জুন। ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তবে টাইগারদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। তাই কয়েক দিন থেকে গুঞ্জন উঠেছে টাইগারদের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

এদিকে মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার রনি তালুকদার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রনি নিজেই।

এমন প্রশ্নের কারণও আছে। ভয়াবহ দুঃসময় পার করছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। রানের দুর্ভিক্ষ চলছে তার ব্যাটে। বিকল্প ওপেনার সৌম্য সরকারও আছেন রানের খরায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সংগ্রাম করতে হচ্ছে রানের জন্য। এমন অবস্থায় রনিকে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরতে দেখে, কিছুটা অবাক আর আশাবাদী হয়েছিলেন অনেকেই।

তবে রনি তালুকদার জানালেন, যুক্তরাষ্ট্র যাচ্ছেন নিছকই ঘোরার উদ্দেশ্যে। ইচ্ছে আছে গ্যালারি থেকে বাংলাদেশকে সমর্থন দেয়ার।

রনি আরও জানান, ‘ইচ্ছা আছে বাংলাদেশের ম্যাচ দেখার। দেখি কী হয়। ১০ তারিখের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দেখার ইচ্ছা আছে।’

জাতীয় দলের হয়ে রনি তালুকদারের পারফরম্যান্স নেহায়েত মন্দ না। টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ ম্যাচের ছোট ক্যারিয়ারে রান করেছেন ২২৪। গড় ২২.৪০ খুব বেশি ভরসা না দিলেও ১৩৫ এর বেশি স্ট্রাইকরেট স্কোয়াডে থাকা বাকি ওপেনারদের তুলনায় অনেকটা বেশি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ