ফেভারিট হিসেবেই কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক বাঁচা-মরার লড়াই পেরিয়ে এখন ফাইনালে আর্জেন্টিনা। মেসির হাতে বিশ্বকাপ শিরোপা ওঠার পথে এখন আর মাত্র একটি বাঁধা। স্বভাবতই পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ম্যাচের দিকে।
বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। এমনকি কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোও।
বাংলাদেশি গণমাধ্যমের কাছে সেই ভালোবাসা নিয়ে উচ্ছ্বাসও জানিয়েছেন মেসির মা ও তার স্ত্রী। ক্রোয়েশিয়া ম্যাচের পর বাড়ি ফিরছিল মেসির পরিবার। সে সময় বিশ্বতারকার মা সেলিয়া কুচ্চিত্তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।' এসময় মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও বলে ওঠেন, ধন্যবাদ বাংলাদেশ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ