কাতারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটির রেফারির দায়িত্বে কে থাকছেন? তিনি কোন দেশের? সমর্থকদের এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ফিফা।
ফাইনাল ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেন পোল্যান্ডের রেফারি মারচিনিয়াক। বিশ্বকাপের এবারের আসরে ম্যাচ পরিচালনায় উচ্চমানের কর্মকর্তাদের মধ্যে অন্যতম তিনি।
পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে দীর্ঘদিন বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন সিমন মারচিনিয়াক। কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছেন এই পোলিশ রেফারি।
২০১৮ সালের উয়েফা সুপারকাপ ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন ৪১ বছর বয়সী মারচিনিয়াক।
শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মারচিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ