মেসি-এমবাপ্পেরা কে কী খাবেন তা ঠিক করে দিচ্ছেন কলকাতার পার্ক সার্কাসের এক তরুণী। ফিফার ফুড ইন্সপেক্টর উষ্মা ফেরদৌসের কড়া নজর এড়িয়ে কোনও ডিশই পৌঁছাচ্ছে না ভিভিআইপিদের হোটেল রুমে। উষ্মা এবং তার টিম চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছেন অতিথিদের স্বাস্থ্য রক্ষায়।
দু’বছর আবু ধাবিতে কাজ করার পর বিবাহ সূত্রে উষ্মা কাতারে আসেন ছয় নভেম্বর। তারপর ফিফার এই চাকরি। শুধু মেসি, এমবাপ্পেদের নয়, কাতারের লাখ লাখ ভিআইপির খাবারের স্বাস্থ্য পরীক্ষার কাজ তার।
বাবা কলকাতায় মারা গিয়েছেন ২০২০ সালে। পার্ক সার্কাসের বাড়িতে মা একা থাকেন।
ফিফার ফুড ইন্সপেক্টর জানান, মুসলিম মেয়েরা কিছু কাজ করতে পারে না। বাইরের বিশ্বে তারা অচল। এই ধারণা বদলানোর সময় এসেছে।
ফিফার প্রোটোকল অনুযায়ী অতিথিদের সঙ্গে ফুড ইন্সপেক্টরদের দেখা সাক্ষাৎ হওয়া নিষেধ। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মেসি, এমবাপ্পেদের সঙ্গে দেখা করতে পারেননি উষ্মা। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় ক্যালোরি সমৃদ্ধ খাবার পাঠানোর দায়িত্ব উপভোগ করছেন তিনি।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ