ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২২, ২০:১৯

ক্রোয়েশিয়াকে হারিয়ে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন সমর্থকরা। আর মরক্কোর রূপকথা থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। কে জিতবে এবারের বিশ্বকাপ? তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে ম্যাচের ফলাফল এখনই জানা যাচ্ছে না। সেটি জানতে হলে আগামী রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় চোখ রাখতে হবে লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে।

তবে তার আগেই বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। রোবটটির মতে, এবার বিশ্বকাপ জিতবে ফ্রান্স। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ। সেখানে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ।

চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফল নির্ণয় করে এই রোবট সফটওয়্যারটি। যদিও এই সফটওয়্যারের করা ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ সত্য হয়েছে। তার মানে বাকি ৩২ শতাংশ মেলেনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ