কাতার ফুটবল বিশ্বকাপে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
বুধবার রাতে আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে দুই অর্ধের দুই গোলে ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা।
থিও এরনঁদেজের দারুণ গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান রন্দাল কোলো মুয়ানি।
২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। বিশ্বকাপের শেষে তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
ম্যাচের শুরুতেই ৫ মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মুয়ানি। ৬০ বছরের ইতিহাসে ফ্রান্সই একমাত্র দল যারা, টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবেন এমবাপ্পেরা। মরক্কো হারলেও তারা লড়েছে দারুণভাবে। ফিনিশিংয়ে অভাবে শুধু গোলটা হয়নি। ম্যাচে ফরাসিরা আক্রমণ করেছে ১৪টি, যার মধ্যে দুটি অনটার্গেট শট, সেই দুটিই গোল। অন্যদিকে মরক্কো ১৩টি আক্রমণ করে, ২টি অনটার্গেট শটই ব্যর্থ হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ