কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই দুই রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা জার্মানির সাবেক ফুটবলার লোথার ম্যাথিউসকে স্পর্শ করেছেন মেসি। অন্যদিকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার নতুন রেকর্ড এখন আর্জেন্টাইন অধিনায়কের।
বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথিউসের। মেসির ম্যাচ খেলার সংখ্যাও এখন ২৫। সেমিফাইনালে আর্জেন্টিনা জিতুক বা হারুক, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি। সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই এককভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনিই।
তবে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নতুন নজির গড়লেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এতদিন বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল মেক্সিকোর রাফা মার্কেজের, ১৮। সেমিফাইনালে খেলতে নেমে মার্কেজ়কে টপকে গেলেন মেসি। মেসির ম্যাচ খেলার সংখ্যা এখন রেকর্ড ১৯।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ