ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

সেমিফাইনালে মেসির সামনে কয়েক রেকর্ডের হাতছানি

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২২, ২১:১৭

কাতার বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে কয়েকটি রেকর্ড।

ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল পেলেই বাতিস্তুতাকে ছাপিয়ে এককভাবে রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোলের মালিক যৌথভাবে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসি।

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির সাবেক ফুটবলার লোথার ম্যাথিউসের। মেসির মোট ম্যাচ ২৪। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামলে ম্যাথিউসের সঙ্গে যুগ্ম ভাবে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি। সেমিফাইনালে আর্জেন্টিনা জিতুক বা হারুক, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি। সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই একক ভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনিই।

বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত মোট ২০১৪ মিনিট মাঠে থেকেছেন। এই রেকর্ড রয়েছে ইতালির পাওলো মালদিনির, ২১১৭ মিনিট। সেমিফাইনালে ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ও মেসি মাঠে থাকলে সেই রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি।

বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ১৮টি ম্যাচ খেলেছেন মেসি। মেক্সিকোর রাফা মার্কেজ়ও অধিনায়ক হিসাবে ১৮টি ম্যাচ খেলেছেন। সেমিফাইনালে খেলতে নামলে মার্কেজকে টপকে যাবেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব হবে তখন শুধুই মেসির।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ