শুক্রবার রাতটা বহুদিন মনে থাকবে ব্রাজিল সমর্থকদের। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে হেরে যায় সেলেসাওরা। তবে বিশ্বকাপ শুরুর আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন নেইমার- এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। আর গতকাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে একই ইঙ্গিত দিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে এখনই অবসর নিবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলেননি তিনি। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব। আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’
শুক্রবার রাতের ম্যাচে অবশ্য দুর্দান্ত খেলেছেন নেইমার। অতিরিক্ত সময়ে গোল করে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তারকা এ ফুটবলার। তবে ১১৭তম মিনিটে নেইমারের স্বপ্ন ধুলিস্যাৎ করে গোল করেন ক্রোয়েশিয়ার ব্রুনো পেটকোভিচ।
অবশ্য ম্যাচ না জিতলেও অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নেইমার।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ