কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আগামী ১৩ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করতে লড়বেন লুকা মদ্রিচ ও লিওনেল মেসি।
এর আগে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ওই সময় আর্জেন্টনাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রোয়েশিয়া।
শুক্রবার প্রথম কোয়ার্টারে ফেবারিট ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকেও সেই টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ