ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

মেসির কান্না দেখা হলো না ব্রাজিলিয়ান স্ট্রাইকারের

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। অপর ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিবেন বলে মন্তব্য করেছিলেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। ২০১৪ বিশ্বকাপে খেলা ফ্রেড চেয়েছিলেন সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হোক। কারণ সেলেসাওদের কাছে হেরে বিদায় নেওয়ার পরে মেসির কান্না দেখতে চেয়েছিলেন তিনি।

শুক্রবার রাতে ল্যাতিনের সেরা দুই দল মাঠে নেমেছে ইউরোপের দুই দলের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টার ম্যাচে মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াা। রাত ১টার ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারে আসা নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জিতে সেমিফাইনালে নেইমার জাদুতে জয় দেখতে চেয়েছিলেন ফ্রেড। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে চান জানিয়ে ফ্রেড ইএসপিএন ব্রাজিলকে বলেছিলেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনাল চাই। দু’দলের হুলস্থুল বাধানো ম্যাচ চাই, নেইমারের গোল এবং মেসির কান্না দেখতে চাই।’

বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকায় কারণে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ঘটনা প্রায় প্রতি বছর দেখা যায়। ২০১৯ কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের সেমিফাইনালে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। ২০২১ কোপার আসরে ব্রাজিলকে ঘরের মাঠে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে দু’দলের দেখা হয়েছিল ১৯৯০ বিশ্বকাপে। সেবার ফাইনালে যাওয়ার পথে ম্যারাডোনার আর্জেন্টিনা শেষ ষোলোয় ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল।

এদিকে কাতার বিশ্বকাপে টানটান উত্তেজনার প্রথম কোয়ার্টারে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকেও সেই টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। আগামী ১৩ ডিসেম্বর লুকা মদ্রিচের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ