ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

পেনাল্টি থেকে মেসির গোল

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ০২:৩৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ০২:৫৬

প্রথমার্ধে নাহুয়েল মলিনার গোলটা তৈরি করে দিয়েছিলেন তিনি। সেই লিওনেল মেসি এবার পেলেন গোলের দেখা। এই দুই গোলে ভর করে আর্জেন্টিনা এগিয়ে গেছে ২-০ গোলে।

প্রথমার্ধে গোলের অপেক্ষাটা যখন ক্রমেই বাড়ছিল, তখনই মেসির এক মুহূর্তের ঝলকে আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোল। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ মার্কারকে ছিটকে দিলেন, এরপর দারুণ এক থ্রু বল বাড়ান বক্সে এগোতে থাকা মলিনাকে। গোলটা করতে ভুল করেননি তিনি।

এরপর আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি নিজে। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ অর্ধে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

সেই পেনাল্টি থেকে মেসি গোল করেন। ডাচ গোলরক্ষককে সুযোগই দেননি নড়ার। যার ফলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ