ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া: প্রথমার্ধে গোল পায়নি কেউই

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ২১:৫২

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। আর পরাজিত দল দেশের বিমান ধরবে।

ম্যাচের শুরুতেই পঞ্চম মিনিটে আক্রমণে উঠেছিল ব্রাজিল। এ সময় বামদিকে বল পেয়ে পোস্টের ডান কোণার উপরের অংশকে টার্গেট করে মেরেছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু বল ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

১৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। এ সময় ডানদিক থেকে মারিও প্যাসালিক বাড়িয়ে দেওয়া বল গোলপোস্টের সামনে পেয়েছিলেন জোসিপ জুরানোভিচ ও ইভান পেরিসিক। জুরানোভিচ বলে পা ছোঁয়াতে পারেননি। তবে পেরিসিক পা ছোঁয়াতে পারলেও জালে জড়াতে পারেননি। বল তার পা ছুঁয়ে চলে যায়।

২০ ও ২১ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। প্রথমে আক্রমণে যান ভিনিসিউজ। কিন্তু বক্সের মধ্যে ঢুকে শট নিলেও সেটা ব্লক হয়ে যায়। এরপর নেইমার আক্রমণে ওঠেন। তার নেওয়া শট ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ৩০ মিনিটে সুযোগ মিস করেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ।

৪২ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল ব্রাজিল। ফ্রি কিক থেকে নেইমার শট নেন। কিন্তু তার নেওয়া শট সরাসরি ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের হাতে জমা হয়।

সমানে সমান লড়ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বলের দখল ও আক্রমণ প্রায় সমানে সমান। ক্রোয়েশিয়া তিনটি আক্রমণ শানায়। অন্যদিকে ব্রাজিল শানায় ৪টি। ক্রোয়েশিয়া অন টার্গেটে কোনো শট নিতে না পারলেও ব্রাজিল ২টি শট নেয় অন টার্গেটে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ