ব্রাজিলের কিংবদন্তি আদেমির মেনেজেসের গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছিলেন ব্রাজিলের আর এক কিংবদন্তি পেলে। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। এরআগে ১৯৫০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আদেমির মেনেজেস দখলে ছিলো ব্রাজিলের সর্বোচচ্চ গোলের রেকর্ড। তার গোল সংখ্যা ছিলো ৩৩টি।
পেলের সেই রেকর্ড টিকে আছে দীর্ঘ ৬০ বছর ধরে। এরপর ব্রাজিলে আরও কিংবদন্তি এলেও পেলের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। কিন্তু এত দিন পর সে রেকর্ড আবার নেইমারের হুমকিতে পড়েছে।
দেশের জার্সিতে পেলের গোলসংখ্যা ৭৭। আর ব্রাজিলের প্রাণভোমরার নেইমারের গোলসংখ্যা ৭৬।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১টি গোল করতে পারলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন নেইমার। এমনকি পেলেকে ছাড়িয়ে এককভাবে ব্রাজিলের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগও আছে তার সামনে।
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালে। এখন পর্যন্ত ৩টি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে তাঁর গোল ৭টি। চলতি কাতার বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ, বিশ্বকাপের আগে এমন ইঙ্গিত দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ