কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এর বিপক্ষে মাঠে নামার আগে নতুন দুঃসংবাদ পেলো লিওনেল মেসিরা। আর তাদের সেই দুঃসংবাদ হলো মিডফিল্ডার রদ্রিগো দি পল এর ডাচদের বিপক্ষে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, আজ ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছেন রদ্রিগো দি পল। নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর খেলা অনিশ্চিত।
তবে দি পলকে সুস্থ করে তোলার জোর প্রচেষ্টা চলছে। কাতার ন্যাশনাল ইউনিভার্সিটির ৩ নম্বর মাঠে আলাদা অনুশীলনের সময় চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রাখেন। তবে হালকা চোট আছে আলেহান্দ্রো পাপু গোমেজেরও। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান এই উইঙ্গার। সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে নিজে আলাদা করে জিমে সময় কাটান পাপু গোমেজ।
‘ক্লারিন’ জানিয়েছে, আজ ‘ক্লোজ ডোর’ অনুশীলন করেছে আর্জেন্টিনা। ডাচ কোচ লুই ফন গালের ৩–৪–১–২ ছক কীভাবে ভাঙা যায়, সেই অঙ্ক কষেছেন স্কালোনি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ