কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় পর্বের খেলাও শেষ হয়ে হয়েছে। রাউন্ড অব সিক্সটিন থেকে আট দল পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট।
আগামী শুক্রবার (০৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল পর্বের লড়াই। শুরুর দিনে অর্থাৎ শুক্রবার দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে।
এক নজরে কোয়ার্টার ফাইনালের সময়সূচি_
০৯ ডিসেম্বর : ব্রাজিল-ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা
০৯ ডিসেম্বর : আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল
১০ ডিসেম্বর : মরক্কো-পতুর্গাল, রাত ৯টা, দোহা
১০ ডিসেম্বর : ইংল্যান্ড-ফ্রান্স, রাত ১টা, আল খোর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ