ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউল সানি ১৪৪৬

কিংবদন্তি পেলের কাছাকাছি নেইমার 

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৬

অনেকটা হেসেখেলেই উত্তর কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধেই ৪ গোল দিয়ে অনেকটা কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেলে তিতের শিষ্যরা। তবে ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে নেমেই এক অনন‌্য কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে গোল করার অনন‌্য কীর্তি গড়েছেন নেইমার। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো ও পেলে।

নেইমার ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে দলের হয়ে গোল করেছিলেন। ২০১০ সালে কোনো গোল পাননি। ২০১৪ সালে চারটি ও ২০১৮ সালে দুই গোল করেছিলেন। চলতি বিশ্বকাপের প্রথম গোল পেয়েছেন আজ। পাশাপাশি আজকের গোল দিয়ে কিংবদন্তি পেলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে পেলে ৭৭ গোল করেছিলেন। নেইমার আজ পেয়েছেন ৭৬তম গোল।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ