ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ফিরেছেন নেইমার 

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ০০:৩৮

বাংলাদেশ সময় রাত ১ টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি হবে দোহার ৯৭৪ স্টেডিয়ামে। শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারে কিছুটা ধাক্কা খেলেও নকআউট পর্বে এলেই সেলেসাওরা হয়ে ওঠে অদম্য। তবে শঙ্কা ছিলো নেইমারের ফেরা নিয়ে। যদিও সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতেও ইতিবাচক সংবাদ দিয়েছিলেন। তবে ধারণা ছিল বেঞ্চ থেকে শুরু করতে পারে সেলেসাওরা।

কিন্তু ঝুঁকি নিতে চাননি তিতে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশেই আছেন নেইমার তারকা। তার সঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন দলের সেরা তারকারাও।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, এদার মিলিতাও, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, নেইমার, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ