বাংলাদেশ সময় রাত ১ টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি হবে দোহার ৯৭৪ স্টেডিয়ামে। শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারে কিছুটা ধাক্কা খেলেও নকআউট পর্বে এলেই সেলেসাওরা হয়ে ওঠে অদম্য।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া ঘানার বিপক্ষে হারলেও গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে সঞ্চয় করেছে আত্মবিশ্বাস। তবে তিতের শিষ্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পেরে উঠবে না কোরিয়া। তবে এই ম্যাচেও যদি ফিনিশিং দুর্বলতা সঙ্গী করে নামে ব্রাজিল, আর সেই সুযোগে চেপে ধরে কোরিয়া, ঘটতে পারে যেকোন কিছুই।
দুই দলের সম্ভাব্য একাদশ :
ব্রাজিল: (৪-৩-৩): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এদার মিলিতাও, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, নেইমার, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন।
দক্ষিণ কোরিয়া: (৪-২-৩-১) কিম সেউং-গিউ (গোলরক্ষক), মুন-হোয়ান কিম, মিন জায়ে কিম, ইয়ং-গুওন কিম, জিন-সু কিম, ইন-বিয়ম হোয়াং, উ ইয়ং জুং, উ-ইয়ং জিয়ং, হিউয়েং মিম সন, হি-চ্যান হোয়াং, গুয়ে-সুং চো।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ