ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমার্ধে মায়েদার গোলে এগিয়ে জাপান

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ২১:৫২

৪৩ মিনিটে কর্নার পায় জাপান। কর্নার থেকে সরাসরি কিক না নিয়ে ওয়ান টু ওয়ানে ডানদিকে চলে আসে। সেখান থেকে বক্সের মধ্যে উড়িয়ে মারে। সেখানে ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। বল তার পায়ে লেগে চলে যায় ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে জালে পাঠান বল। তার আগে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে সামুরাই ব্লুরা।

ক্রোয়েশিয়ার মিস: ২৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। এ সময় পেরিসিকের বাড়িয়ে দেওয়া বল পেয়েছিলেন জোসকো। তার নেওয়া বাম পায়ের শট উপর দিয়ে চলে যায়।

ক্রোয়েশিয়ার নিশ্চিত গোলের সুযোগ মিস:

ম্যাচের ৮ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। তিনি বামদিকে জাপানের রক্ষণভাগের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পড়েন। তার সামনে ছিলেন কেবল জাপানের গোলরক্ষক। আড়াআড়ি অ্যাঙ্গেল থেকে শটও নিয়েছিলেন। কিন্তু বল তার গায়ে মেরে দেন। এরপর জটলার মধ্যে চেষ্টা করেও আর সম্ভব হয়নি।

জাপানের গোল মিস: কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়েছিলেন শোগো তানিগুচি। তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

কর্নার পেল জাপান: ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার পায় জাপান। এ সময় ক্রোয়েশিয়ার বর্না বারিসিক কর্নার করেন।

জাপান-ক্রোয়েশিয়ার লড়াই শুরু:

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও জাপান। আল জানুব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

জাপানের একাদশ:

শুইচি গোন্ডা, মায়া ইয়োশিদা, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, হিদেমাসা মরিতা, ওয়াতারু এন্ডো, ইউটো নাগাতোমো, জুনিয়া ইতো, ডাইজেন মায়েদা, দাইচি কামাদা ও রিতসু দোয়ান।

ক্রোয়েশিয়ার একাদশ:

ডমিনিক লিভাকোভিচ, জোস্কো গভার্দিওল, দেজান লোভরেন, বোর্না বারিসিক, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিক, লুকা মড্রিক, ব্রুনো পেটকোভিচ, ইভান পেরিসিক ও আন্দ্রেজ ক্রামরিক।

জাপান এর আগে কখনোই শেষ ষোলোর গণ্ডি পেরুতে পারেনি। আজ ক্রোয়েশিয়াকে হারালে তারা বিশ্বকাপের সেরা সাফল্য অর্জন করবে। জার্মানি ও স্পেন হারিয়ে দারুণ ছন্দে থাকা জাপান আজ ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে।

ক্রোয়েশিয়াকে হারাতে পারলে উত্তর কোরিয়া (১৯৬৬) ও দক্ষিণ কোরিয়ার (২০০২) পর তৃতীয় এশিয়ান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলবে সামুরাই ব্লুরা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ