ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ফ্রান্স বনাম পোল্যান্ড: পরিসংখ্যান ও অন্যান্য রেকর্ড

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২২, ২০:৪৬

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রোববার (৪ ডিসেম্বর) রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে নামবে ফ্রান্স ও পোল্যান্ড।

এখন পর্যন্ত বিশ্বকাপে একবারই মুখোমুখি এই দুইদল। সেখানে ভালো অভিজ্ঞতা নেই তাদের। ১৯৮২ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে ফরাসিদের হারিয়েছিল পোলিশরা।

সব মিলিয়ে অবশ্য এগিয়ে ফ্রান্সই। এখন পর্যন্ত দুই দলের ১৬বারের দেখায় ফ্রান্স জিতেছে ৮ ম্যাচ, পোল্যান্ড তিনটি আর বাকি পাঁচটি ড্র।

এছাড়া ১৯৮৬ সালে শেষ ষোলো পর্যায় চালু হওয়ার পর ফ্রান্স এই দ্বিতীয় রাউন্ডে পাঁচবার উঠেছে। এরমধ্যে দুই জিতে নিয়েছে শিরোপাও। অন্যদিকে ১৯৮৬ সালের পর এবারই প্রথম নকআউট পর্বে উঠেছে পোল্যান্ড।

পোল্যান্ডের ভয়েচেক শেজনি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় গোলরক্ষক যিনি দুটি পেনাল্টি সেভ করেছেন (টাই-ব্রেকার ছাড়া)। এর আগে আমেরিকার ব্রাড ফ্রেইডেল (২০০২) এবং আরেক পোলিশ গোলরক্ষক ইয়ান তোমাজেস্কি (১৯৭৪) বিশ্বমঞ্চে দুটি পেনাল্টি সেভ করেছিলেন।

এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে পরাজয়ের দিন নয়টি পরিবর্তন করেছিলেন দিদিয়ের দেশম। তবে এই ম্যাচে নিজেদের সেরা একাদশকে স্বাভাবিকভাবেই মাঠে নামাবেন তিনি।

আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারেন পোলিশ কোচ চেসলা মিচনিউইচ। ফরোয়ার্ড করোল সুইডারস্কির পরিবর্তে দেখা যেতে পারে স্ট্রাইকার আরকাদিউস মিলিককে।

ফ্রান্স: (৪-২-৩-১) লরিস (গোলরক্ষক), কুন্দে, হার্নান্দেজ, ভারানে, উপমেকানো, চুয়ামেনি, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, জিরুদ

পোল্যান্ড: (৪-৪-২) শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, ফ্রাঙ্কোভস্কি, জিয়েলিন্সকি, বিয়েলিক, মিলিক, লেভানদোভস্কি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ