ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৪ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। একই দিন অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটের টিকিট কাটে লিওনেল মেসির আর্জেন্টিনাও ।

দ্বিতীয় রাউন্ডের পর্ব সবার আগে শেষ করা এই দুই দল আগামী ৯ ডিসেম্বর বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। শেষ আটের লড়াইয়ে যে দল জিতবে শিরোপার দৌঁড়ে তারাই এগিয়ে যাবে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচটি লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। ৩-১ গোলের এই ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে গোল তিনটি করেন মেম্ফিস ডিপায়ে, ডেলি ব্লাইন্ড ও ডেনজেল ​​ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে হাজী রাইটের পা থেকে।

একই দিন রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে গড়ায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচটি। ম্যাচটিতে আলবিসেলেস্তেদের হয়ে প্রথম গোলটি করেন মেসি আর দ্বিতীয় গোলটি আসে জুলিয়ান আলভারেস পা থেকে। আর্জেন্টিনার একমাত্র গোলটি আত্মঘাতীভাবে নিজেদের জালে জড়ান এনজো ফার্নান্দেজ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ