ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শুরুতেই ডিপাইয়ের গোলে এগিয়ে নেদারল্যান্ডস

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:১৩

ম্যাচের ১০ মিনিটেই লিড নিয়েছে নেদারল্যান্ডস। এ সময় পাল্টা আক্রমণে যায় ডাচরা। ডানদিক থেকে মেম্ফিস ডিপাইয়েকে বল বাড়িয়ে ডেনজেল ​​ডামফ্রিজ। বক্সের মধ্যে বল পেয়েই দূরের পোস্টে শট নেন। তার বুলেট গতির শট যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার ধরার সুযোগই পাননি।

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু:

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। যার সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

নেদারল্যান্ডসের শুরুর একাদশ:

অ্যান্ড্রিস নপারট, ভার্জিল ফন দাইক, নাথান আক, জুরিন টিম্বার, ফ্রেঙ্কি ডি জং, মার্টেন ডি রুন, ডেভি ক্লাসেন, ডেলি ব্লাইন্ড, ডেনজেল ​​ডামফ্রিজ, মেমফিস ডিপে ও কোডি গ্যাকপো।

যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ:

ম্যাট টার্নার, টিম রেম, ওয়াকার জিমারম্যান, অ্যান্টোনি রবিনসন, সার্জিনো ডেস্ট, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, জেসুস ফেরেরা, ক্রিশ্চিয়ান পুলিসিক ও টিমোথি উইয়াহ।

বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনো মুখোমুখি হয়নি দল দুটি। এবারই প্রথম। আগে পাঁচবার প্রীতি ম্যাচে লড়েছিল দল দুটি। তার মধ্যে তিনটিতে জিতেছিল নেদারল্যান্ডস, একটিতে যুক্তরাষ্ট্র।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ