ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে কে জিতবে?

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ২০:২৫ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২, ২০:২৮

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয়ের পাল্লা ভারি আর্জেন্টিনারই। অঘটনের বিশ্বকাপে আরও একটি অঘটন ঘটাতে সব চেষ্টাই করবে গ্রাহাম আর্নল্ডের শিষ্যরা, তাহলে তার জন্য খুবই বাজে একটি দিন কাটাতে হবে আলবিসেলেস্তে তারকাদের।

তবে ফলাফল জানতে তাকিয়ে থাকতে হবে আহমদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদশে সময় রাত ১ টায় অনুষ্ঠিত ম্যাচে।

দুই দলের সম্ভাব্য একাদশ :

আর্জেন্টিনা: (৪-৩-১-২) এমিলিয়ানো (গোলরক্ষক), মলিনা, তাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো, দি পল, অ্যালিস্তার, ফার্নান্দেজ, মেসি, আলভারেজ, লাউতারো।

অস্ট্রেলিয়া: (৪-৪-২) রায়ান (গোলরক্ষক), বেহিস, সাউটার, ডিজেনেক, রোলস, মুয়, আরভিন, লেকি, গুডউইন, ডিউক, ম্যাকগ্রি

অন্যান্য পরিসংখ্যান :

১) বিশ্বকাপে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। তবে ১৯৮৮ সাল থেকে সবমিলিয়ে দলদুটি মোকাবেলা করেছে সাতবার। এরমধ্যে পাঁচটি জিতেছে আর্জেন্টিনা, একটি জিতেছে অস্ট্রেলিয়া এবং অপরটি ড্র। দুই দলের প্রথম মোকাবেলাতেই জিতেছিল অস্ট্রেলিয়া এবং সেই দলের সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান কোচ আর্নল্ড।

২) শেষ ১০টি বিশ্বকাপে মধ্যে নয় বার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।

৩) বিশ্বকাপের নকআউট পর্বে ২৩ বার চেষ্টা করেও গোলহীন মেসি।

৪) বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুটি জয়ে দুটি ক্লিনশিট রেখেছে অস্ট্রেলিয়া। দলটি শেষবার ক্লিনশিট রেখেছিল ১৯৭৪ সালে।

৫) বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে দুইবার হেরেছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালে রোমানিয়ার বিপক্ষে এবং ২০১৮ সালে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নেয় দলটি।

৬) বিশ্বকাপে এখন পর্যন্ত ৯টি সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি। তারচেয়ে বেশি সুযোগ এবার কেবল ফ্রান্সের আতোঁয়ান গ্রিজমান তৈরি করতে পেরেছেন। আগের তিন ম্যাচে ১১টি সুযোগ তৈরি করেন এ ফরাসি।

৭) প্রতিপক্ষের আক্রমণ এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫ বার ভেস্তে দেন সেনেগালের কালিদু কোলিবালি। তার পরেই আছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সাউটার। তার ক্লিয়ারেন্স ২০টি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ