ক্যামেরুনের কাছে ১ গোলে হেরেও জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠলো ব্রাজিল। অপরদিকে ৩-২ গোলে সার্বিয়াকে হারিয়েও রানার্সআপ হয়ে কাতার বিশ্বকাপের পরের পর্বে গেল সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল-ক্যামেরুন ও ৯৭৪ স্টেডিয়ামে সুইজারল্যান্ড-সার্বিয়া মুখোমুখি হয়।
‘গ্রুপ জি’ এর শেষ ম্যাচে যোগ করা সময় আবু বাকারের গোলে ক্যামেরুনের কাছে ১ গোলে হারে ব্রাজিল। হারলেও চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক। বাংলাদেশ সময় আগামী সোমবার দিবাগত রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ কোরিয়ার মুখোমুখি হবে তারা।
গ্রুপের অপর ম্যাচে ৩-২ গোলে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ২ জয়ে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় হয় তারা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও পর্তুগাল।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ