ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, জিতেও ক্যামেরুনের বিদায়

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:১৫

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১ গোলে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে উঠলো ব্রাজিল।

বাংলাদেশ সময় শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

‘গ্রুপ জি’ এর এই ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র-তে দুই দল বিরতিতে গিয়েছে। গোল পেতে পারতো যে কোনো দলই। শেষ দিকে দারুণ একটি আক্রমণ করেছে ক্যামেরুন। অ্যাডারসন অসাধারণ দক্ষতায় গোল খাওয়া বাঁচিয়ে দেন। ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু নিখুঁত আক্রমণ করতে পারেনি। মার্টিনেল্লি দুটি সুযোগ পেয়েছিলেন, শটও নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধে ১০টি আক্রমণ করে ব্রাজিল, ৩টি ছিল অনটার্গেট। অন্যদিকে ক্যামেরুন মাত্র ১টি আক্রমণ করে।

বিরতির পর ব্রাজিল দারুণ কিছু আক্রমণ করে। কিন্তু ক্যামেরুনের গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় গোলের দেখা পায় নি সেলেসাওরা। বাঁ দিক থেকে দারুণ খেলেছেন মার্টিনেল্লি। প্রথমার্ধেও দুটি শট নিয়েছিলেন মার্টিনেল্লি। কিন্তু লাভ হয়নি।

পরে যোগ করা সময়ে গোল হজম করে ব্রাজিল। ১-০ গোলে পিছিয়ে যায় সেলেসাওরা। ক্রস থেকে দারুণ হেডে গোল দেন আবু বাকার। গোলের পর তিনি জার্সি খুলে উদযাপন করেন। রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এর আগে আরেকটি হলুদ দেখায় লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান গোলের পর।

তবে ক্যামেরুনের কাছে হারলেও জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে হারিয়ে নকআউটে উঠেছে সুইজারল্যান্ড।

এদিকে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সোমবার (৫ ডিসেম্বর) স্টেডিয়াম ৯৭৪-এ কোরিয়ার মুখোমুখি হবে তারা।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ