ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল দলে ৯ পরিবর্তন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ০১:০৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:০৯

কাতার বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে এরমধ্যেই ব্রাজিলের নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্ব। তাই ক্যামেরুনের বিপক্ষে ‘জি’ গ্রুপের ম্যাচে একাদশে কোচ তিতে এনেছেন ৯টি পরিবর্তন।

বাংলাদেশ সময় শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি ক্যামেরুন ও ব্রাজিল। দুই ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে এরমধ্যেই নকআউট পর্বে সেলেসাওরা। আজ জয় কিংবা ড্র করলেই গ্রুপ সেরা হবে তারা। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে ক্যামেরুনকে।

এ ম্যাচের জন্য এক অর্থে সবশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলানো ব্রাজিলিয়ান একাদশের পুরোটাই পরিবর্তন করেছেন তিতে। কেবল সেই ম্যাচ খেলা মিডফিল্ডার ফ্রেদ ও ডিফেন্ডার এদের মিলিতাও রয়েছেন একাদশে।

তবে ম্যাচের মূল আকর্ষণ ৩৯ বছর বয়সী দানি আলভেস রয়েছেন একাদশে। অধিনায়কত্বের আর্মব্যান্ডও তার হাতে। রক্ষণভাগে এ অভিজ্ঞ ডিফেন্ডার ছাড়া একাদশে ঢুকেছেন গ্লেইসন ব্রেমার ও অ্যালেক্স তেলেস। গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় এসেছেন এদেরসন মোয়ারেস।

মাঝমাঠে ফ্রেদের সঙ্গে খেলবেন ফ্যাবিনহো। আক্রমণভাগ সম্পূর্ণ নতুন। আগের ম্যাচের চারজনকেই পরিবর্তন করে নেওয়া হয় গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, আন্তনিও, রদ্রিগো ও গ্যাব্রিয়েল জেসুসকে।

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের একাদশ: এদেরসন মোয়ারেস, এদের মিলিতাও, গ্লেইসন ব্রেমার, দানি আলভেস, অ্যালেক্স তেলেস, ফ্রেদ, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, আন্তনিও, রদ্রিগো ও গ্যাব্রিয়েল জেসুস।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ