কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দোহার ৯৭৪ স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল।
এই ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ড্র করলে আর ক্যামেরুন জয়বঞ্চিত হলেই সুইসরা চলে যাবে নকআউট রাউন্ডে।
তবে সার্বিয়ার জন্য কাজটা কঠিনই বলা চলে। পরের রাউন্ডে যেতে হলে তাদের জয় পেতেই হবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল সার্বিয়া ও সুইজারল্যান্ড। পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয়লাভ করে সুইসরা, জেরদান শাকিরি ৯০তম মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন।
স্বাধীন দেশ হিসাবে সার্বিয়া তাদের আগের তিনটি বিশ্বকাপের প্রতিটিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে, প্রতিটি পরাজয়ে কমপক্ষে দুটি গোল হজম করেছে।
সার্বিয়ার হয়ে সব প্রতিযোগিতায় তার শেষ ছয়টি ম্যাচে সাতটি গোল করেছেন মিত্রোভিচ - তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দেশের হয়ে বিশ্বকাপে একাধিক গোল করেছেন।
স্বাধীন দেশ হিসেবে সার্বিয়া কখনই নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সুইজারল্যান্ড টানা তৃতীয়বারের মতো শেষ ষোলোতে পৌঁছতে চাইছে। ব্রাজিলকে ক্যামেরুন না হারাতে পারলে কেবল ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। নিজেদের শেষ চারটি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে কখনো হারেনি সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ড একাদশ (ফরমেশন> ৪-২-৩-১): কোবেল (গোলরক্ষক), উইদমার, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, শাকিরি, শো, ভারগাস, এমবোলু।
সার্বিয়া একাদশ (ফরমেশন> ৩-৪-২-১): মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, পাভলোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, কস্তিচ, লুকিচ, ভালেহোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ