ঘানার বিপক্ষে ২-০ গোলে জিতেও কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে।
বাংলাদেশ সময় শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৯টায় আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুইদল।
‘এইচ’ গ্রুপের এই ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলে উরুগুয়ে জিতলেও দক্ষিণ কোরিয়ার গোল সংখ্যা বেশি থাকায় চোখের জলে বিদায় নিতে হলো সুয়ারেস-কাভানিদের।
ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি পায় ঘানা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন আন্দ্রে আওয়ে। কিন্তু তার নেওয়া শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট। পেনাল্টিতে ব্যর্থতার পর ২৬ ও ৩২ মিনিটে দুটি গোল হজম করে তারা।
ম্যাচের ২৬ মিনিটে জর্জিয়ান ডি আরাসকায়েটার গোলে লিড নিয়েছে উরুগুয়ে। তাকে গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ।
৩২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে উরুগুয়ে। আবারও গোল করেন আরাসকায়েটা। তাকে সহায়তা করেন সুয়ারেজ। এ সময় ডি বক্সের সামনে থেকে ট্যাব করে বক্সের মধ্যে বল দেন সুয়ারেজ। বল পেয়েই জোরালো ভলিতে জালে পাঠান আরাসকায়েটা। ঘানার গোলরক্ষক চেষ্টা করেও নাগাল পাননি বলের।
একই সময়ে মাঠে গড়ানো গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে হারায় পর্তুগালকে। ফলে সমান চার পয়েন্ট ও সমান শূণ্য গোল ব্যবধান দাঁড়ায় উরুগুয়ে ও কোরিয়ার। গোলসংখ্যার ভিত্তিতে নির্বাচিত হয় এইচ গ্রুপের দ্বিতীয় দল। চার গোল নিয়ে শেষ ষোলোর টিকিট পেয়ে যায় কোরিয়া। অন্যদিকে দুই গোলে পিছিয়ে থেকে ছিটকে যায় দিয়েগো আলোনসো শিষ্যরা। এদিকে ম্যাচ হারায় বিদায় নেই ঘানা।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ