ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করে অনেকটা নিয়ম রক্ষার ম্যচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র ও ঘানার বিপক্ষে হেরে নিজেদের পথ নিজেরাই কঠিন করে ফেলেছেন হিউং-মিন সনরা। ক্রিস্তিয়ানো রোনালদোদের হারাতে পারলেও তাই চেয়ে থাকতে হবে গ্রুপের অপর ম্যাচের দিকে।
দুই দলের সম্ভাব্য একাদশ :
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, আন্তনিও সিলভা, পেপে, দালত, কারভালহো, পালহিনহা, নুনেস, বের্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা, লেয়াও
দক্ষিণ কোরিয়া: (৪-২-৩-১) কিম (গোলরক্ষক), মুন-হোয়ান, মিন জায়ে, ইয়ং-গুওন, জিন-সু, হোয়াং, জুং, চ্যাং-হুন, সন, উ-ইয়ং, চো।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ