গত রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল এবার গ্রুপ থেকেই বিদায়। অথচ এই বেলজিয়াম গত বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টারে হারিয়েছিল।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাতে কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম-ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে দেয়ায় মরক্কো হয়েছে এই গ্রুপের সেরা। দুই নম্বরে থেকে তাই নকআউট রাউন্ড নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।
মূলত ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপেরর প্রথম রাউন্ড থেকে বিদায় নিল গত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারিত দল বেলজিয়ামকে। দলের বিদায়ের পর কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রবার্তো মার্তিনেস।
এটাই বেলজিয়ামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ ছিল বলে জানিয়ে দিয়েছেন মার্তিনেস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটাই বেলজিয়ামের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছি না। এখন বিদায় বলার সময় চলে এসেছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ