ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলজিয়ামের বিদায়, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ২৩:৩৩ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮

জয়ের বিকল্প নেই এমন সমীকরণ নিয়েই ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। তবে আগ্রাসী ফুটবল খেলেও ক্রোয়েটদের জালে কোনো বল জড়াতে পারেনি ডি ব্রুইনা-লুকাকুরা। যার ফলে, ২৪ বছর পর প্রথম রাউন্ড থেকে চোখের জলে বিদায় নিতে হলো রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারিত দল বেলজিয়ামকে। ড্র করেও রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম-ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে দেয়ায় মরক্কো হয়েছে এই গ্রুপের সেরা। দুই নম্বরে থেকে তাই নকআউট রাউন্ড নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম প্রথম রাউন্ড থেকে সর্বশেষ বিদায় নিয়েছিল ১৯৯৮ সালে। রাশিয়ায় তৃতীয় হওয়ার আগে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দেশটি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ