কানাডার বিপক্ষে মরক্কো জয় পেয়েছে ২-১ গোলে। আর এতেই নিশ্চিত হয়ে গেছে তাদের রাউন্ড অব সিক্সটিনের খেলার সম্ভাবনা।
মূলত ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে শেষবারের মতো রাউন্ড অব সিক্সটিন খেলেছিল আফ্রিকার দেশটি। মাঝে পেরিয়ে গেছে ৩৬ বছর। অবশেষে ৩ যুগ পর পুনরায় রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে মরক্কো।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের মঞ্চে ‘এফ’ গ্রুপ থেকে বেলজিয়ামকে টপকে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোল জয় পাওয়ায় শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হয় তাদের।
একই গ্রুপের অন্য ম্যাচে আগের আসরের রানার্সআপ ক্রোশিয়ার সাথে ড্র করায় গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয় ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা দল বেলজিয়াম। এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে মরক্কো। আর রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ