কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে বেলজিয়ামের জয় এসেছে অনেক ঘাম ঝরিয়ে, দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল মরক্কো হারিয়ে দিয়েছে তাদের। অন্যদিকে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াও জয় তুলে নিতে পারেনি আফ্রিকান গ্রুপ প্রতিপক্ষদের বিপক্ষে।
ইউরোপের শক্তিশালী এই দুই দলের বাঁচা-মরার লড়াইটা শুরু হয়েছে আহমেদ বিন আলী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।
এই ম্যচের প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। ফলে গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ।
অন্যান্য পরিসংখ্যান :
আন্তর্জাতিক ফুটবলে ২০০০ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। এরপর আরও ৭ বারের দেখায় দুদলই জিতেছে মোট ৩ বার করে। দুইবার খেলা হয়েছে ড্র। গত জুনে শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম।
দুই দলের লাইন আপ :
বেলজিয়াম: (৩-৪-২-১): কর্তোয়া (গোলরক্ষক), ভেরটনগেন, অ্যাল্ডারভেইরাল্ড, কাস্টাগনে, মুনিয়ের, তিলেমানস, ভিটসেল, কারাসকো, ডি-ব্রুইনা, হ্যাজার্ড, লুকাকু
ক্রোয়েশিয়া: (৪-৩-৩): লিভাকোভিচ (গোলরক্ষক), গার্দিওল, লোভরেন, জুরানোভিচ, সোসা, মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, ক্রামারিচ, লিভাজা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ