মরক্কোর বিপক্ষে কানাডার নিয়ম রক্ষার লড়াই হলেও আশরাফ হাকিমিদের সামনে সুযোগ ৩৬ বছর পর নকআউট পর্বে জায়গা করে নেওয়ার। ম্যাচ জিতলে বা ড্র করলে কোন হিসাব নিকাশ ছাড়াই শেষ ষোল নিশ্চিত হবে আফ্রিকার দলটির। এমন পরিসংখ্যান সামনে রেখে মাঠে নামে মরক্কো।
ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় হাকিমির গোলে প্রথম লিড পায় মরক্কো। এরপর ২৩ মিনিটের মাথায় ইউসুফ এন-নেসিরি দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ায়।
দুই দলের একাদশ :
মরক্কো: (৪-৩-৩) বুনো (গোলরক্ষক), আগুয়ের্ড, হাকিমি, নৌসাইর, সাইস, আমাল্লাহ, আমরাবাত, ওনাহি, বোফাল, এন-নেসিরি, জিয়েশ
কানাডা: (৪-৪-২) ক্লেয়ার (গোলরক্ষক), মিলার, ভিটোরিয়া, জনস্টন, স্যাম, ডেভিস, ওসোরিও, কোন, বুকানন, লারিন, ডেভিড।
অন্যান্য পরিসংখ্যান :
১) এই প্রথম কানাডা এবং মরক্কো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মোকাবেলা করছে।
২) এই ম্যাচ হারলে কানাডা বিশ্বকাপে তাদের প্রথম ছয় ম্যাচের সবকটিতে হেরে এল সালভাদরের রেকর্ড স্পর্শ করতে পারে।
৩) ২০১৬ সালের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচ হারতে পারে কানাডা।
৪) ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে মরক্কোর দরকার মাত্র এক পয়েন্ট।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ