ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

মেসিকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ২০:৪৯

চলতি কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে খেলার প্রথমার্ধেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও মিস করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। পেনাল্টি মিস না করলে জয়ের ব্যবধান আরো বাড়তে পারত।

মেসির এই মিস কোনোভাবেই মানতে পারছেন না তসলিমা নাসরিন। ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই সাহিত্যিক। মেসির জায়গায় তিনি থাকলে গোলের উচ্ছ্বাস হতো সেই সময়!

ফেসবুকে তসলিমা লেখেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস (গড়বড়)। কোনো মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর তাকে নিয়ে লোকের পাগলামির সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এখন পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৩১ টি পেনাল্টি মিস করেছেন মেসি। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘পেনাল্টি মিস করায় রাগ ছিল। কিন্তু দল আমার ভুলের পর শক্তভাবেই ফিরে এসেছে। আমরা জানতাম, যখনই প্রথম গোল হবে, তখন খেলা বদলে যাবে। ’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ