সার্বিয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। তাই শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে অনেকটা নিয়ম রক্ষার খেলায় নামবে তিতের শিষ্যরা।
তাই এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে? হিসব-নিকাষ বলছে, শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা নয়তো উরুগুয়ে। খুব খারাপ কিছু না হলে ব্রাজিল-পর্তুগাল মুখোমুখি হচ্ছে না।
‘এইচ’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে পর্তুগাল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তাদের। গোল ব্যবধানও বেশি। পর্তুগালের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সহজে জয় পাওয়ার কথা। সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করতে লড়বে উরুগুয়ে ও ঘানা।
উরুগুয়ের সঙ্গে ড্র করলেই ঘানার পরের পর্ব নিশ্চিত। দুই ম্যাচ শেষে ঘানার পয়েন্ট তিন, উরুগুয়ের এক। সুয়ারেজ, ভালভার্দেদের তাই জয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে।
লড়াই জমবে সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যেও। ড্র করলেই সুইসরা চলে যাবে পরের ধাপে। হারলে সার্বিয়া নকআউটে যাবে। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে রোনালদোর পর্তুগাল।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ