ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

চার্জ দিতে হচ্ছে বিশ্বকাপ বলে! রহস্য কী?

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ১০:০০

‘আল রিহলা’ বলে খেলা হচ্ছে এ বারের বিশ্বকাপ। আমেরিকার এক সংস্থা তৈরি করেছে কাতার বিশ্বকাপের এই বল। সেই বলেরই সাম্প্রতিক একটি ছবি অবাক করেছে ফুটবলপ্রেমীদের। ওই ছবিতে দেখা গেছে, বলের একটা অংশ খুলে ফেলে চার্জ দেওয়া হচ্ছে। ঠিক মোবাইল, ল্যাপটপের মতোই। আর একটি ছবিতে দেখা গেছে, পাশাপাশি চারটি বল রাখা। প্রতিটিতেই চার্জ দেওয়া হচ্ছে।

কেন চার্জ দিতে হচ্ছে বিশ্বকাপ বলে! রহস্য কী? খোলসা করেছেন বলের নির্মাতারাই। আসলে এবারের বল বাকি সবগুলির থেকে আলাদা। এবারই প্রথম বলের ভেতরে সেন্সর বসানো রয়েছে। ম্যাচের সময় সেগুলি প্রতি মুহূর্তে তথ্য পাঠাচ্ছে সার্ভারে। সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠানো হচ্ছে। প্রতি বার বলের সঙ্গে কোনও কিছু স্পর্শ হলে নির্ভুল তথ্য চলে যাচ্ছে সার্ভারে। সেই সেন্সরের সঙ্গে যুক্ত রয়েছে একটি ব্যাটারি, যার ওজন ১৪ গ্রাম। সেই ব্যাটারিকেই ম্যাচের আগে চার্জ দিতে হচ্ছে। এক বার চার্জ দিলে ছ’ঘণ্টা ব্যাটারির আয়ু থাকে। নির্ভুল তথ্য পেতে প্রতি ম্যাচের আগে বল চার্জ দেওয়া জরুরি।

আল রিহলা বলের গুরুত্ব বোঝা গেছে পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচে। ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাদোর একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বলের নির্মাতারা সেন্সর থেকে পাওয়া তথ্যতে জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে বলের কোনও স্পর্শই হয়নি। ফলে সেই গোল দেওয়া হয় ব্রুনো ফের্নান্দেসকে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ