ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

বিশ্বকাপে খোলামেলা পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন ইভানা

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪

কাতার বিশ্বকাপ ফুটবলে পোশাকের কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে ‘পোশাকবিধি’ না মানায় তিনি গ্রেফতারের ঝুঁকিতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে ইভানা বলছেন, পোশাকের কারণে গ্রেফতার হওয়া নিয়ে তিনি ভীত নন। খবর দ্য ইনডিপেনডেন্টের।

বিশ্বকাপ ফুটবল দেখতে আসা বিদেশি দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিচ্ছেন কাতারের কর্তৃপক্ষ। দেশটিতে আগত নারী ফুটবলভক্তদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতে বলছেন তারা। এ ক্ষেত্রে কাতারের কর্তৃপক্ষ দেশটিতে বিদ্যমান আইনের কথাও বিদেশি ফুটবলভক্তদের মনে করিয়ে দিচ্ছেন। অন্যদিকে, ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ফুটবলভক্তরা কাতারে তাদের পছন্দের পোশাক পরতে পারেন। তবে তাদের দেশটির আইনকে সম্মান করতে হবে।

কাতারে গিয়ে মডেল ইভানা ইতোমধ্যে দেশটির ‘পোশাকনীতি’ লঙ্ঘন করেছেন বলে খবরে বলা হচ্ছে। এ কারণে তিনি গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইভানা বলেন, তিনি গ্রেফতার হওয়া নিয়ে ভীত নন। তিনি অন্যের ক্ষতি করছেন না।

এমনকি কাতারের অনেক মানুষ তার সঙ্গে ছবি তুলতে আসেন। যদি কাতারের মানুষ তাকে ঘৃণা করতেন, তাদের যদি তার ব্যাপারে আপত্তি থাকত, তাহলে তারা এসব করতেন না।

কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর ছিল ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ছিল মরক্কো। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

২৭ নভেম্বর ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচ ছিল। প্রতিপক্ষ কানাডা। ম্যাচটিতে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ