ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সৌদি আরবকে হারিয়েও বিদায় মেক্সিকোর

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ০৩:২৩

কাতার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবকে হারিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো মেক্সিকোকে।

বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

শেষ ষোলোয় উঠতে জয়ের জন্য যা যা দরকার সবই করেছে মেক্সিকো। সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও দিয়েছে। কন্টেইনারে তৈরি স্টেডিয়াম ৯৭৪ এ অন্য ম্যাচে পোল্যান্ডও হেরেছে আর্জেন্টিনার কাছে। তবে দুই দলেরই গোল ব্যবধান সমান। ২-০। যার ফলে মেক্সিকো এবং পোল্যান্ডের পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও সমান।

এ ক্ষেত্রে ফিফার অন্য নিয়মে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো পোল্যান্ড। হলুদ কার্ড বেশি দেখেছে মেক্সিকো। তারা ৭টি হলুদ কার্ড দেখেছে। অন্য দিকে ৫টি হলুদ কার্ড দেখেছে পোল্যান্ড। হলুদ কার্ডের এই পার্থক্যের কারণে বিদায় ঘটলো মেক্সিকোর। দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো পোল্যান্ড।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ