ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

আর্জেন্টিনার সামনে যত সমীকরণ

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ০০:০৫ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ০০:১১

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে বসে সৌদি আরবের কাছে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে আলবেলিস্তারা। এবার শেষ ষোলোয় যাওয়ার বাধা পোল্যান্ড।

বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় কন্টেইনারে তৈরি স্টেডিয়াম ৯৭৪ এ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

‘সি গ্রুপ’ এ দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে আর্জেন্টির পয়েন্ট এখন তিন। সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে সৌদি। এক জয় ও এক ড্র নিয়ে গ্রুপের শীর্ষে পোল্যান্ড। আর এক হার ও এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানীতে মেক্সিকো।

বাঁচা-মরার লড়াইয়ে লেভান্ডোভস্কির পোল্যান্ডকে হারাতে পারলে অনায়াসেই শেষ ষোলতে উঠে যাবেন মেসি-মার্টিনেজরা। তবে ম্যাচে জয় না পেলেও বাদ পড়ছে না লিওনেল স্ক্যালোনির দল। সেক্ষত্রে নক আউটে উঠতে মেসিদের পেরোতে হবে সমীকরণের মারপ্যাঁচ।

বুধবার রাতে মেসিদের লড়াই মাঠে গড়ানোর সময়ই সি গ্রুপের আরেক ম্যাচে মাঠে নামবে সৌদি আরব-মেক্সিকো। যদি কোনো কারণে আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে ড্র করে, তবে মেসিদের শেষ ষোল ভাগ্য নির্ভর করবে এই ম্যাচের ফলাফলের ওপর। আর মেসিরা যদি পোল্যান্ডের কাছে হেরেই যায়, তবে তাদের ধরতে হবে বাড়ির পথ।

যদি পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করে এবং মেক্সিকোকে সৌদি আরব হারিয়ে দেয় তবে শেষ ষোলতে উঠবে সৌদি। আবার যদি আর্জেন্টিনা ড্র করে এবং মেক্সিকো সৌদিকে হারায়, তবে মেক্সিকো এবং মেসিদের মধ্যে যে দল গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারা উঠবে নকআউটে। যদি দুটো ম্যাচই ড্র হয়, তবে সৌদি আরব এবং আর্জেন্টিনার মধ্যে যারা এগিয়ে থাকবে তারা উঠবে শেষ ষোলতে।

অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে যাবে রবার্ট লেভান্ডোভস্কির দল। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে হারলেও বাদ নয় তারা। সেক্ষেত্রে সৌদি-মেক্সিকো ম্যাচ ড্রয়ের প্রার্থনা করতে হবে ইউরোপের দলটিকে। সৌদি আরবেরও সুযোগ আছে বেশ ভালোই। মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে দলটি। এছাড়া আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তারা।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ