ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন বিরাট কোহলিরা

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ২১:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ২১:৪৮

২০১৫ সালের পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে পা রাখবে ভারতের ক্রিকেট টিম।

মুম্বাই থেকে তারা ঢাকায় পৌঁছবেন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরে দুটি ওয়ানডে হবে ৪ ও ৭ ডিসেম্বর। চট্টগ্রামে শেষ ওয়ানডে হবে ১০ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে। চট্টগ্রামেই প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। উভয় দলকে নেতৃত্বে দিবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হিসেবে আছেন লোকেশ রাহুল।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ধুল।

টেস্ট স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), স্রিকার ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ