ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ফ্রান্স-তিউনিসিয়া

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ২০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ২১:০২

দ্বিতীয় রাউন্ডে উঠার লড়াইয়ে ইতিমধ্যে নকআউট নিশ্চিত করা ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে তিউনিসিয়া। দুই দল প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বর) রাত ৯টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে নামবে দুই দল।

ম্যাচটি জিতলেই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য হেরে গেলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। সে ক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। আর নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে তিউনিসিয়াকে অবশ্যই ফ্রান্সকে হারাতে হবে।

এদিকে প্রথম দুই ম্যাচ জেতা ফ্রান্সের গ্রুপসেরা হওয়া এক প্রকার নিশ্চিতই। এই গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নরা ছাড়া জয় আছে শুধু অস্ট্রেলিয়ার। তাই শুধু অস্ট্রেলিয়ারই সম্ভাবনা রয়েছে তাদের সমান ছয় পয়েন্ট সংগ্রহের। তাতেও কাজ হবে না। তিউনিসিয়ার কাছে ফ্রান্সের হারতে হবে এবং গ্রুপের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ৭ গোলের ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। তাহলেই কেবল অসিরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

এক পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে তিউনিসিয়া। বিশ্বকাপে এখনও গোলের দেখা পায়নি তারা। প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ভালো খেলেছিল আফ্রিকার দেশটি। কিন্তু গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে তারা। তবে ফ্রান্সকে যদি তারা বড় ব্যবধানে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি ন্যূনতম ব্যবধানে ডেনমার্কের কাছে হেরে যায়, তখন তিউনিসিয়ার নকআউটের দরজা খুলতে পারে।

দুই দলের আরও কিছু পরিসংখ্যান:-

* দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১৬তম বার বিশ্বকাপে খেলছে। ২০১৪ সালে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর ৯ ম্যাচ ধরে অপরাজিত তারা।

* ১৯৭৮ সালের আসরে আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে কোনো ম্যাচ জেতার রেকর্ড গড়ে তিউনিসিয়া। সেবার তারা মেক্সিকোকে হারায় ৩-১ গোলে।

* তিউনিসিয়ার স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের ১০ জনের জন্ম ফ্রান্সে। তিন জন খেলেন ফরাসি ক্লাবে।

* দুই দল এখন পর্যন্ত চারটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে। ফ্রান্সের জয় দুই ম্যাচে, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

দুই দলের একাদশ:-

ফ্রান্স: (৪-২-৩-১): স্টিভ মান্দান্ডা (গোলরক্ষক), পাভার্ড, কামাভিঙ্গা, ভারানে, কোনাতে, ফোফানা, গুয়েনডোজি, কোমান, গ্রিজম্যান, এমবাপে, থুরাম

তিউনিসিয়া: (৩-৪-২-১): দাহমেন (গোলরক্ষক), তালবি, মেরিয়াহ, ব্রন, কেচরিদা, লাইদুনি, খিরি, আবদি, মাসাকনি, নাইম, খাজরি

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ