ডেনমার্কের বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোর টিকিট পাবে অস্ট্রেলিয়া। তবে সেটি হবে ফ্রান্স যদি তিউনিসিয়াকে হারিয়ে দেয় তাহলে। কিন্তু তিউনিসিয়া অঘটন ঘটিয়ে ফেললে টিকে থাকতে জয় পেতেই হবে গ্রাহাম আর্নল্ডের শিষ্যদের। ডেনমার্কের সামনেও সুযোগ, সকারুদের হারাতে পারলে নকআউট পর্বে যেতে পারে তারাও।
বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কাগজে কলমে ও শক্তির বিচারে এগিয়ে ডেনমার্কই। তবে ছেড়ে কথা বলবে না দুরন্ত অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শেষ হাসি হাসার সম্ভাবনা বেশি থাকবে ডেনমার্কের।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে দুই দলের সম্ভাব্য একাদশ ও ফর্মেশন দেখে নেয়া যাক-
অস্ট্রেলিয়া: (৪-৫-১) রায়ান (গোলরক্ষক), বেহিস, সাউটার, কারাসিক, রোলস, মুয়, ম্যাকগ্রি, আরভিন, লেকি, গুডউইন, ডিউক
ডেনমার্ক: (৩-৪-৩) স্মাইকেল (গোলরক্ষক), ক্রিস্টেনসেন, অ্যান্ডারসেন, কেয়ার, হজবার্গ, এরিকসেন, মাহেল, ক্রিস্টেনসেন, ডামসগার্ড, ডলবার্গ, ওলসেন
ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচে নজর থাকবে যাদের ওপর-
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তিউনিসিয়ার বিপক্ষে গত ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে সকারুজরা। ডেনমার্কে হারাতে হলে জ্যাকসন আরভিন-ক্রেইগ গুডউইন-মিচেল ডিউকদের আবারও উপহার দিতে হবে দারুণ ফুটবল। সঙ্গে দৃঢ়তা দেখাতে হবে হ্যারি সাউটারকেও।
ক্রিশ্চিয়ান এরিকসেনের সামনে শেষ সুযোগ নিজের সক্ষমতা ফুটিয়ে তোলার। সেই সঙ্গে ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ডদের ফিনিশিংয়ে হতে হবে আরও পটু। রক্ষণে সাইমন কেয়ার, জোয়াকিম অ্যান্ডারসেনদেরও করলে চলবে না কোন ভুল।
দুই দলের মুখোমুখি অন্যান্য পরিসংখ্যান-
১) অস্ট্রেলিয়া ও ডেনমার্ক এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১৮ বিশ্বকাপে লড়াই করেছিল দুই দল, ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছিল। বাকি তিন ম্যাচের দুটিতে ডেনিশরা এবং একটিতে জয় পায় অস্ট্রেলিয়া।
২) ২০০৬ সালের পর দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করার কাছাকাছি অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। যদি তিউনিসিয়া ফ্রান্সকে হারিয়ে না দেয়, তাহলে ড্র করলেই শেষ ষোলোতে যাবে তারা।
৩) এখন পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক (১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮)। এরমধ্যে ১৯৯৮ সালে তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল। এবার নকআউট পর্বে যেতে জিততেই হবে তাদের।
৪) নিজেদের শেষ পাঁচটি বিশ্বকাপ ম্যাচের কোনোটিই জিততে পারেনি ডেনমার্ক। চারটি ড্র ও একটি হার।
৫) বিশ্বকাপে শেষবার ডেনসরা একাধিক গোল করেছিল ২০১০ সালে ক্যামেরুনের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে। নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ