ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার জ্বরে আক্রান্ত নেইমার, মাঠে কবে ফিরছেন

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ১৩:১৫
নেইমার জুনিয়র। ছবি : সিএনএন

দুঃসংবাদের শেষ হচ্ছে না নেইমারকে ঘিরে। সময়টা সত্যিই ভালো যাচ্ছে না তার। থেমে আছে উল্লাস, উদযাপন। ব্রাজিল ও বিশ্বের নেইমার ভক্তরা তাকিয়ে আছে তার সুস্থতার দিকে। তাকিয়ে আছে সবুজ দুর্বাদলে ঢাকা মাঠের দিকে। কবে ফিরবে হলুদ রঙা জার্সি পরোহিত নেইমার। কিন্তু তিনি প্রতিদিনই দিয়ে যাচ্ছেন দুঃসংবাদ। ছিল শুধু গোড়ালিতে চোট। এবার সঙ্গে জুড়ল সামান্য জ্বর।

টানা ফিজিও দিয়ে গোড়ালির চোটের ফোলা কমাতে পারলেও জ্বরে পড়ে কাবু নেইমার। যে কারণে দলের সঙ্গে মাঠেও যেতে পারেননি তিনি। হোটেল রুমেই দিন কাটাতে হয়েছে তাকে।

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এ ম্যাচে নেইমারের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে দলকে। ফর্মেশন সাজাতে ঝামেলায় পড়তে হয়েছে কোচ তিতেকেও।

২ ডিসেম্বর রাতে ক্যামেরুনের বিপক্ষেও নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দলের সঙ্গে দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়েন ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের শঙ্কা দূর করতেই ম্যাচ শেষে ভিনিসিয়ুস জানান, নেইমারকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। জ্বরের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ডাগআউটে থাকতে পারেননি নেইমার।

মাঠে না এলেও হোটেলে টিভিতে সুইজারল্যান্ডের বিপক্ষে দলের জয় উপভোগ করেছেন নেইমার।

ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, মাঠে আসার ইচ্ছে ছিল নেইমারের। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় তার পক্ষে মাঠে আসা সম্ভব হয়নি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘মাঠে আসতে না পারায় সে খুবই হতাশ ছিল। তার শরীর খারাপ ছিল, শুধু পায়ের ইনজুরির কারণে নয়, তার মৃদু জ্বর ছিল। আশা করি, অতিদ্রুত সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ