ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ইংল্যান্ড

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ০৩:১৯

আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েলসকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে গ্রুপসেরা হয়েই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করল শক্তিশালী ইংল্যান্ড। ম্যাচে ইংলিশ দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মার্কাস রাশফোর্ড। এছাড়া একটি গোল দেন ফিল ফোডেন।

এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। এদিকে গ্রুপ রানারআপ হয়ে পরের রাউন্ডে ওঠেছে যুক্তরাষ্ট্র। আর তিন নম্বরে থেকে বিদায় নিতে হলো ইরানের।

গ্রুপপর্বে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি গ্যারেথ বেলের ওয়েলস। তাই দ্বিতীয় রাউন্ডে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের। জয়ের লক্ষ্যে খেলতে নামা দলটি এখন পর্যন্ত পায়নি গোলের দেখা। অন্যদিকে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড।

ম্যাচের শুরুটা ছিল অনেকটা মন্থর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েলসের রক্ষণভাগে আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ডের ফুটবলাররা। এক পর্যায়ে হ্যারি কেইনের পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু গোল আদায় করতে পারেননি এই ইংলিশ তারকা ফুটবলার। কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

আর ৩৮তম মিনিটে পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত গোলশূন্যতেই বিরতিতে যায় দুদল।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ