ওয়েলসের সামনে জয়ের কোনো বিকল্প নেই-এমন সমীকরণেও প্রথমার্ধে দলটির মাঝে দেখা গেল না তেড়েফুঁড়ে আক্রমণে ওঠার তাড়না। ইংল্যান্ড মরিয়া হয়ে চেষ্টা করলেও পেল না জালের দেখা।
আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটির প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য সমতায়।
কিছুটা ঢিমেতালে শুরু ম্যাচের দশম মিনিটে প্রথম উল্লেখযোগ্য কোনো আক্রমণ হয়। হ্যারি কেইনের ডি-বক্সে বাড়ানো থ্রু পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস র্যাশফোর্ড; কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে ইংল্যান্ডের আধিপত্য বাড়ে। খুব বেশি আক্রমণ অবশ্য করতে পারছিল না তারা, তবে ওয়েলস যেন নিজেদের ঘরেই থাকার পণ করেছিল!
৩৮তম মিনিটে পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ