ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

প্রথমার্ধে গোলশূন্য ইংল্যান্ড-ওয়েলস

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ০২:২০

প্রথমার্ধে গোলশূন্য থেকেছে ইংল্যান্ড-ওয়েলস। কাতার বিশ্বকাপে বৃহত্তর ব্রিটেনের দুই দেশের কেউই এই সময়ে গোল করতে পারেনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে খেলতে নামে ব্রিটেনের দুই দেশ।

শুরু ম্যাচের দশম মিনিটে প্রথম উল্লেখযোগ্য কোনো আক্রমণ হয়। হ্যারি কেইনের ডি-বক্সে বাড়ানো থ্রু পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস র‌্যাশফোর্ড; কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে ইংল্যান্ডের আধিপত্য বাড়ে। খুব বেশি আক্রমণ অবশ্য করতে পারছিল না তারা, তবে ওয়েলস যেন নিজেদের ঘরেই থাকার পণ করেছিল!

৩৮তম মিনিটে পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ