ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

জটিল সমীকরণের ম্যাচে মুখোমুখি ওয়েলস-ইংল্যান্ড

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ০০:৫৫

এবারের কাতার ফুটবল বিশ্বকাপে জটিল সমিকরণের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ‘বি’ গ্রুপের ওয়েলস আর ইংল্যান্ড।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ সময় ১টায় আহমদ বিন আলি স্টেডিয়াম শুরু হবে ম্যাচটি।

আর এই ম্যাচে ওয়েলসের বিপক্ষে হারলে ইংল্যান্ডকে চেয়ে থাকতে হবে ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। অন্যদিকে ওয়েলস একরকম ছিটকেই গেছে বলা চলে। ইংলিশদের হারালেও ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্রয়ের প্রার্থনা করতে হবে গ্যারেথ বেলদের। তাই শেষ ম্যাচ জয়ের পাশাপাশি অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করছে তাদের পরবর্তী রাউন্ড যাত্রা।

সম্ভাব্য লাইন আপ

ওয়েলস: (৩-৪-৩): হেনেসি (গোলরক্ষক), মেফান, ডেভিস, রোডন, রবার্টস, রামসি, আমপাদু, উইলিয়ামস, জেমস, বেল, মুর

ইংল্যান্ড: (৪-২-৩-১): পিকফোর্ড (গোলরক্ষক), ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, শ, রিস, বেলিংহাম, ফোডেন, মাউন্ট, স্টার্লিং, কেইন

প্রেডিকশন

শক্তির বিচারে এগিয়ে ইংল্যান্ড। তবে শেষ চেষ্টায় ভালো কিছু করে দেখাতে পারে ওয়েলসও। তবে তারকাবহুল ইংলিশ দল ভুল না করলে ম্যাচ জয়ের সম্ভাবনার পাল্লা ভারি থাকছে তাদেরই।

অন্যান্য পরিসংখ্যান

১) ইংল্যান্ড এবং ওয়েলস ১৮৭৯ সাল থেকে এখন পর্যন্ত ১০৩ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৬৮ বার জিতেছে ইংল্যান্ড, ওয়েলস জিতেছে ১৪ বার এবং ২১টি ম্যাচ ড্র হয়েছে।

২) দুই দলের শেষ ছয়টি লড়াইয়ে জিতেছে ইংল্যান্ড। সবশেষ ২০২০ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল দুই দল। যেখানে ইংল্যান্ড জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

৩) শেষ পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছে ইংল্যান্ড।

৪) একবিংশ শতাব্দীতে একমাত্র গ্যারেথ বেলই গোল করতে পেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ