ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে সেনেগাল

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ২৩:১৯

ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে সেনেগাল। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ইকুয়েডরকে হারায় সেনেগাল।

ম্যাচের ৭০ মিনিটে সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালি গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বল ইকুয়েডরের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় ডানদিকে। সেখানে থাকা আনমার্ক কৌলিবালি ডান পাযের শটে জালে পাঠান। তাতে আবার এগিয়ে যায় লায়নরা (২-১)।

বিরতির পর ৬৭ মিনিটে সমতা ফেরায় ইকুয়েডর। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে শট নিয়ে জালে জড়ান মোয়েসেস ক্যাসেডো। তাতে ম্যাচে ফেরে সমতা (১-১।

ম্যাচের ৪২ মিনিটে সেনেগালের ইসমাইলা সারকে ডি বক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের পিয়েরো হিনকাপি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইসমাইলা গোল করে এগিয়ে নেন দলকে। তার করা গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তেরাঙ্গার লায়নরা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ